ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

সিরাজগঞ্জে বিএনপি’র আরও ২ কর্মী গ্রেফতার

সুলতানা ইয়াসমিন মিলি, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৫ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১০

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের সয়দাবাদে ট্রেনে ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগ ও সরকারি কর্মচারীদের মারধরের মামলায় মঙ্গলবার রাতে সিরাজগঞ্জ পৌর এলাকা থেকে বিএনপি’র আরও ২ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সদর থানা সূত্র জানায়, পুলিশের একটি দল পৌর এলাকার দত্তবাড়ি এলাকা থেকে শুকুর আলীর ছেলে স্বপন আলী (৩২) ও খয়েরুজ্জামানের ছেলে শহিদুল ইসলামকে (৩৫) গ্রেপ্তার করেছে।



এ নিয়ে গত সয়দাবাদের ঘটনায় গত ৯ দিনে সিরাজগঞ্জ ও ঢাকা থেকে মোট ৭০ জনকে গ্রেপ্তার করা হলো।

সদর থানার সেকেন্ড অফিসার দারোগা আব্দুল মালেক গ্রেপ্তারের সত্যতা স্বীকার করে জানান, তাদেরকে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

এদিকে গণগ্রেপ্তারের ভয়ে সিরাজগঞ্জে ছাত্রদল, যুবদল ও বিএনপি’র প্রায় নেতা-কর্মীই গা ঢাকা দিয়েছে বলে জানান গেছে। জেলাসদর সহ সবগুলো উপজেলাতেই বিএনপি নেতা-কর্মীরা গা ঢাকা দিয়েছেন বলে স্থানীয় সূতগুলো জানিয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৫২ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।