ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

ট্রেন দুর্ঘটনায় নিহতদের স্মরণে বিএনপির শোক মিছিল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১০
ট্রেন দুর্ঘটনায় নিহতদের স্মরণে বিএনপির শোক মিছিল

ঢাকা: সিরাজগঞ্জের সয়দাবাদে ট্রেন দুর্ঘটনায় নিহতদের স্মরণে কালোব্যাজ পরে শোক মিছিল করেছে কেন্দ্রীয় বিএনপি।

বুধবার বিকেল পাঁচটায় রাজধানীর মুক্তাঙ্গন থেকে শুরু হওয়া মিছিলটি বিজয়নগর হয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।



মিছিল শুরু হওয়ার আগে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এক সংক্ষিপ্ত বক্তৃতায় বলেন, ‘এ সরকারের পায়ের নিচে মাটি নেই। তাদের অত্যাচার, জুলুম, খুন, টেন্ডারবাজি আর চাঁদাবাজিতে সাধারণ মানুষ অতিষ্ঠ। ’

সরকারের অপকর্মের কারণেই শোক মিছিলে হাজার হাজার মানুষ অংশ নিয়েছেন বলেও  দাবি করেন তিনি।

শোক মিছিলে বিএনপি মহাসচিব ছাড়াও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, কেন্দ্রীয় বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবক দল সভাপতি হাবিব উন নবী খান সোহেল প্রমুখ অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।