ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

সিরাজগঞ্জের ঘটনা পূর্বপরিকল্পিত: সুরঞ্জিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১০
সিরাজগঞ্জের ঘটনা পূর্বপরিকল্পিত: সুরঞ্জিত

ঢাকা: সিরাজগঞ্জের ঘটনাকে পূর্বপরিকল্পিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।

বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।



‘অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাজনীতি ও বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি’ শীর্ষক এ আলোচনা সভাটির আয়োজন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ।

সুরঞ্জিত বলেন, ‘ট্রেনের আগুন দেখে মনে হয়েছে ঘটনা পূর্বপরিকল্পিত। ট্রেনটি সমাবেশস্থলে আসামাত্রই কিছু লোক লাঠি সোটা-ইট-পেট্রোলের ক্যান নিয়ে দৌড়ে আসে। মুহূর্তে বগিতে উঠে একযোগে আগুন লাগিয়ে দেয়। ’

তিনি বিরোধী দল বিএনপির প্রতি ইঙ্গিত করে  বলেন, ‘আন্দোলনের মাধ্যমে কৃত্রিম সঙ্কট সৃষ্টি করে গণতন্ত্রকে পরাজিত করা যাবে না। এভাবে নরহত্যা করে এক সেকেন্ড আগেও সরকারের পতনও ঘটানো যাবে না। ’

তিনি বলেন, ‘সরকারের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। জাতীয় নির্বাচনের মাধ্যমেই ক্ষমতা হস্তান্তর হবে। ’

বাইরে বসে ষড়যন্ত্র না করে সংসদে এসে সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করার পরামর্শও দেন তিনি।

সিরাজগঞ্জের ঘটনায় খালেদা জিয়ার প্রতি প্রশ্ন করে সুরঞ্জিত বলেন, ‘আপনি নাকি দেশনেত্রী। তাহলে মঞ্চের মাত্র ১৫-২০ গজ দূরে মানুষের কাটা দেহ ফেলে রেখে কীভাবে সমাবেশ চালালেন? এটা জাতির জন্য কলঙ্ক। ’

তিনি আরও বলেন, ‘জ্বলন্ত ট্রেনের সামনে আপনি (খালেদা) বক্তব্য দিচ্ছেন। সারা পৃথিবী দেখছে, একদিকে সমাবেশ চলছে, অন্যদিকে জাতীয় সম্পদ পুড়ছে। ’

এ ধরনের নিষ্ঠুর রাজনীতি পরিহার করতে খালেদা জিয়ার প্রতি আহ্বান জানান সুরঞ্জিত সেন।
 
তিনি বলেন, ‘এর দায় যারা সমাবেশের অনুমতি দিয়েছে ও যারা সমাবেশ করেছে তাদের নিতে হতে। ’

তদন্ত কমিটির কাছে ওই ঘটনায় খালেদা জিয়া যা জানেন, তা জানানোরও আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ‘আপনার কাছে যা তথ্য আছে, যা বলার আছে, বলুন। ’

বাহাত্তরের সংবিধান প্রসঙ্গে সুরঞ্জিত সেন বলেন, ‘গতকাল সংবিধান সংশোধনে বিশেষ কমিটি একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে। সুপ্রিম কোর্টের রায়ের আলোকে আইন মন্ত্রণালয় সংবিধান পুনর্মুদ্রণ করবে। এর মাধ্যমে দেশ আবার বাহাত্তরের সংবিধানে ফিরে আসবে। কারণ এটাই আমাদের অস্তিত্ব। ’
 
তিনি বলেন, ‘একটা ভালো সংবিধান দেশের জন্য উপহারস্বরূপ। সংবিধান দেশের সর্বোচ্চ আইন। ’
 
নগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হক সবুজের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মহিউদ্দিন খান আলমগীর, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, অভিনেতা ড্যানি সিডাক, মিজু আহমেদ  প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।