ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

রাজনীতি

কোকোর প্যারোল স্থগিতে সরকারের আবেদন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১০
কোকোর প্যারোল স্থগিতে সরকারের আবেদন

ঢাকা: বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর প্যারোল সংক্রান্ত হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করতে আপিল বিভাগে আবেদন করেছে সরকার।

মঙ্গলবার চেম্বার বিচারপতি মো. মোজাম্মেল হোসেন হাইকোর্টের আদেশ স্থগিত না করে বিষয়টি নিষ্পত্তির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দিয়েছেন।



প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে আগামীকাল বুধবার এ আবেদনের ওপর শুনানি হবে।

হাইকোর্টের রায় স্থগিতের জন্য সরকার পক্ষের আবেদন উত্থাপন করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

কোকোর পক্ষে ব্যারিস্টার রফিক-উল হক ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এ আবেদনের বিরোধিতা করেন।

এর আগে গত সোমবার কোকোর প্যারোলের মেয়াদ নিয়ে জারি করা রুল পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করে দেন হাইকোর্ট।

হাইকোর্টের রায়ে বলা হয়, কোকো আরও ২০ দিন প্যারোলে থাকবেন। এ সময়ের মধ্যে তিনি প্যারোলের মেয়াদ বাড়ানোর জন্য চিকিৎসা সংক্রান্ত কাগজপত্রসহ আবেদন করলে সরকার ওই আবেদন বিবেচনা করতে পারে।

বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা ও বিচারপতি কাজী রেজা-উল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ রায় দেন।

গত ১৯ আগস্ট কোকোর প্যারোলের মেয়াদ না বাড়ানোর সিদ্ধান্ত নেয় সরকার। একইসঙ্গে তাকে ৩১ আগস্টের মধ্যে দেশে ফিরতে বলা হয়। ওই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে তিনি হাইকোর্টে রিট করেন।

গত ২৬ আগস্ট কোকোর প্যারোলের মেয়াদ ৪০ দিন বাড়ানোর নির্দেশ দেন হাইকোর্ট। পাশাপাশি প্যারোল বাতিলের সরকারি সিদ্ধান্ত কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুলও জারি করেন।

সোমবার এ রুল নিষ্পত্তি করে দেন হাইকোর্ট।

কোকো ব্যাংককে চিকিৎসাধীন রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।