ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

যুদ্ধাপরাধীদের বাঁচাতে প্রধানমন্ত্রীর উপরও আক্রমণ হতে পারে: আশরাফ

রমেন দাশগুপ্ত, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১০

চট্টগ্রাম: যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করতে খোদ শেখ হাসিনার উপর হামলার আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।

বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রামের লালদিঘী ময়দানে যুবলীগ আয়োজিত বিভাগীয় সমাবেশে সৈয়দ আশরাফ এ আশঙ্কার কথা জানান।



তিনি আরও বলেন, ‘যতই ষড়যন্ত্র হোক পৃথিবীর কোনো শক্তি যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করতে পারবে না। ’

সৈয়দ আশরাফ এসব ষড়যন্ত্র প্রতিহত করতে যুবলীগের নেতাকর্মীসহ দেশের যুব সমাজকে কাণ্ডারীর ভূমিকা পালনের আহ্বান জানান।

মন্ত্রী বলেন, ‘যতই ষড়যন্ত্র হোক পৃথিবীর কোনো শক্তি যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করতে পারবে না। তারা ভেবেছিল পাকিস্তান, সৌদিআরব, আমেরিকা তাদের বাঁচাবে। কিন্তু বিশ্বে এখন যুদ্ধাপরাধীদের কোন বন্ধু নেই। তাদের বিচার বাংলার মাটিতে অবশ্যই হবে। ’

বঙ্গবন্ধুকে হত্যার পর জিয়া মতা দখল করার পর থেকে দেশ বাজিকরের হাতে জিম্মি হয়ে আছে মন্তব্য করে তিনি বলেন, ‘বর্তমান সরকার এসব বাজিকরের হাত থেকে দেশকে মুক্ত করার চেষ্টা করছে। ’

বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার সমালোচনা করে সৈয়দ আশরাফ বলেন, ‘খালেদা জিয়া এখন শুধু যুদ্ধাপরাধী, ক্যান্টনমেন্টের বাড়ি এবং দুই ছেলেকে রার ইস্যুতেই রাজনীতি করছেন। ’

খালেদা জিয়া এবং বিএনপি কোনদিনই মানুষের কল্যাণে রাজনীতি করেনি বলেও দাবি করেন তিনি।

যুবলীগের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিা মন্ত্রী ডা.আফছারুল আমিন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী, আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও আক্তারুজ্জামান চৌধুরী বাবু, যুবলীগের সাধারণ সম্পাদক মির্জা আজমসহ চট্টগ্রাম আওয়ামী লীগ দলীয় সাংসদ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা।

সমাবেশে যুদ্ধাপরাধী হিসেবে অভিযুক্ত সালাহউদ্দিন কাদের চৌধুরীর প্রতি ইঙ্গিত করে ডা.আফছারুল আমিন বলেন, ‘চট্টগ্রামের কুলাঙ্গার ওই রাজাকারকে এখন আজরাইলের ভয়ে ধরেছে। তার আর মাফ হবেনা। ’

জাহাঙ্গীর কবির নানক সালাহউদ্দিন কাদের চৌধুরীকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনি চট্টগ্রামকে বিচ্ছিন্ন করার হুমকি দিচ্ছেন। বাড়াবাড়ির একটা সীমা আছে। ঔদ্ধত্য বেশি দেখালে কী করতে হয় সেটি দেশের যুবসমাজ জানে। ’

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।