ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৭ এপ্রিল ২০২৪, ০৭ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র বিপন্ন: ফখরুল

ফিরোজ আমিন সরকার, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১০
স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র বিপন্ন: ফখরুল

ঠাকুরগাঁও: দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র আজ বিপন্ন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
 
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় ঠাকুরগাঁও জেলা পরিষদ হল রুমে জেলা ছাত্রদলের কর্মীসভায় বক্তৃতাকালে তিনি এ মন্তব্য করেন।



তিনি বলেন, ‘আওয়ামী লীগ স্বাধীনতা যুদ্ধের পর দেশে কৃত্রিম দুর্ভিক্ষ সৃষ্টি করে হাজার হাজার মানুষ মেরেছে। এখন তারা ষড়যন্ত্রের থাবা বিছিয়ে স্বাধীনতা ও সার্বভৌমত্ব গ্রাস করতে চাইছে। ’
 
জেলা ছাত্রদল সভাপতি রাশেদ আলম লাবুর সভাপতিত্বে কর্মীসভায় আরও বক্তব্য দেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি শহিদুল ইসলাম বাবুল, সহ-সভাপতি হায়দার আলী লেলিন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক তৈয়মুর রহমান, সাংগঠনিক সম্পাদক পয়গাম আলী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।