ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

নেতাদের মুক্তির দাবিতে জামায়াতের দু’দিনের কর্মসূচি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১০
নেতাদের মুক্তির দাবিতে জামায়াতের দু’দিনের কর্মসূচি

ঢাকা: যুদ্ধাপরাধসহ বিভিন্ন মামলায় কারাগারে আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে আগামী দু’দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী।

মঙ্গলবার জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এ ঘোষণা দেন।



কর্মসূচির ব্যাখ্যা করে আজহারুল ইসলাম বলেন, ‘১৪ অক্টোবর বিভাগীয় শহর ও জেলায় জেলায় সভা-সমাবেশ এবং পরদিন ১৫ অক্টোবর দেশের সব উপজেলায় সভা-সমাবেশ করা হবে। ’

তিনি বলেন, ‘সরকারের জুলুম-নির্যাতন, চরিত্র হনন ও অগণতান্ত্রিক কর্মকান্ডের প্রতিবাদে এবং শীর্ষ নেতৃবৃন্দসহ জামায়াতে ইসলামী ও ছাত্রশিবির এবং বিরোধীদলীয় নেতাকর্মীদের মুক্তির দাবিতে এ কর্মসূচি দেওয়া হলো। ’

জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল বলেন, ‘দেশ পরিচালনায় ব্যর্থ সরকার নিজেদের দুর্বলতা ঢাকতে যুদ্ধাপরাধের মতো মীমাংসিত ইস্যু সামনে নিয়ে এসেছে। ’

তিনি আরও বলেন, ‘জামায়াতকে নেতৃত্বশূন্য করার গভীর চক্রান্তের অংশ হিসেবেই তথাকথিত যুদ্ধাপরাধ ইস্যুকে সামনে আনা হয়েছে। ’

আজহারুল হক বিভিন্ন সংবাদপত্রের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে সাইদীর প্রতিবাদ ছাপানোর কথা উল্লেখ করে বলেন, ‘মাওলানা সাঈদীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের যে অভিযোগ উত্থাপন করা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা। ’

তিনি আরও বলেন, ‘অসুস্থতার মিথ্যা অজুহাত দেখিয়ে সাঈদীকে আদালতে হাজির করানো হচ্ছে না। এটা একটি গভীর ষড়যন্ত্র। ’

সাঈদীকে রিমান্ডের নামে নির্যাতন করা হচ্ছে বলেও আজহারুল হক অভিযোগ করেন।

সাংবাদিক সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মুজিবুর রহমান, কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি অধ্যাপক মো. তাসনীম আলম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জসীম উদ্দিন সরকার, অধ্য মুহাম্মদ ইজ্জত উল্লাহ, আবদুর রব, ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, ঢাকা মহানগরী জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর হামিদুর রহমান আযাদ এমপি, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও ঢাকা মহানগরী জামায়াতের কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট মশিউল আলম, কেন্দ্রীয় প্রচার বিভাগের সহকারী সেক্রেটারি মতিউর রহমান আকন্দ প্রমুখ।

বক্তারা আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে মতিউর রহমান নিজামী, দেলাওয়ার হোসাইন সাঈদী, আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, মুহাম্মদ কামারুজ্জামান, আবদুল কাদের মোল্লা ও মাওলানা রফিকুল ইসলাম খানকে অবিলম্বে মুক্তি দেওয়ার জন্য আমি সরকারের কাছে দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, ১২ অক্টোবর ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।