ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

বিগত জোট সরকার যুদ্ধাপরাধী পুষেছিল: ছাত্রলীগ সভাপতি

বিপুল আশরাফ, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১০

চুয়াডাঙ্গা: ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি মাহমুদ হাসান রিপন বলেছেন, ‘বিগত জোট সরকার দুধ কলা দিয়ে যুদ্ধাপরাধীদের পুষে রেখেছিল। এখনও তারা যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করতে নানা অপতৎপরতা চালাচ্ছে।



শনিবার দুপুরে চুয়াডাঙ্গা টিএন্ডটি লিচু বাগান চত্বরে জেলা ছাত্রলীগের দ্বিবার্ষিক সন্মেলন উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

এ সময় যুদ্ধাপরাধীদের বিচার ও ভিশন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান বাস্তবায়নে ছাত্রলীগকে অগ্রণী ভুমিকা পালন করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

জেলা ছাত্রলীগ সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের এমপি সোলায়মান হক জোয়ার্দ্দার। অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন। এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা-২ আসনের এমপি আলী আজগর টগর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম টোটন, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার, সহ-সভাপতি হাসানুজ্জামান লিটন, মনজুরুল আলম মন্জু প্রমুখ ।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।