ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

নাটোরে সানাউল্লা বাবুর জানাযা অনুষ্ঠিত

আল মামুন, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১০
নাটোরে সানাউল্লা বাবুর জানাযা অনুষ্ঠিত

নাটোর: নাটোরে সন্ত্রাসী হামলায় নিহত বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান সানাউল্লা নূর বাবুর নামাজে জানাযা শনিবার অনুষ্ঠিত হয়েছে।

সকাল সাড়ে ১১ টায় বনপাড়া হাইস্কুল মাঠে মরহুমের প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।

স্থান সঙ্কুলান না হওয়ায় এরপর সাড়ে ১২ টার দিকে একই স্থানে দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হয়।

জানাযায় অংশ নেন বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার উপদেষ্টা ইকবাল হাসান মাহমুদ টুকু, বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব রিজভী আহম্মেদ ও মিজানুর রহমান মিনু, জেলা বিএনপির সভাপতি ও সাবেক ভূমি উপমন্ত্রী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ স্থানীয় নেতা-কর্মী ও কয়েক হাজার জনতা।

এদিকে, নাটোরের পুলিশ সুপার রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে নতুন সংঘর্ষের আশঙ্কায় শহরের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার বিএনপির মিছিলে আওয়ামী লীগ কর্মীদের হামলায় সানাউল্লাহ নূর বাবু নিহত হন। আহত হন পৌর মেয়রসহ কমপক্ষে ৩০ জন নেতা-কর্মী।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।