ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

অন্যায়ভাবে বিদ্যুৎকেন্দ্র নির্মাণে জড়িতদের জবাবদিহি করতে হবে: ফখরুল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১০
অন্যায়ভাবে বিদ্যুৎকেন্দ্র নির্মাণে জড়িতদের জবাবদিহি করতে হবে: ফখরুল

ঢাকা: বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্যায়ভাবে বিনাটেন্ডারে বিদ্যুৎকেন্দ্র নির্মাণের সঙ্গে জড়িতদের ভবিষ্যতে জবাবদিহি করতে হবে।

অস্ট্রেলিয়ায় ঈদের ছুটি কাটানো শেষে দেশে ফিরে সোমবার দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় নেতাকর্মী ও সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।



বিদ্যুৎ বিষয়ে সরকারের নতুন আইন করা প্রসঙ্গে তিনি বলেন, ‘আইনের মোড়কে কোনো অন্যায়কে ন্যায় করা যায় না। আমরাও তা করতে দেবো না। যারা এ অন্যায়ের সঙ্গে জড়িত থাকবেন ভবিষ্যতে তাদের সমস্যায় পড়তে হবে। ’

তিনি বলেন, ‘আমরাও বিদ্যুৎ সমস্যার সমাধান চাই। কিন্তু সেটা অন্যায়ভাবে নয়। আমরা চাই না সরকার এমন কানো উদ্যোগ নিক যা সমস্যার সৃষ্টি ও জনগণকে প্রশ্নবিদ্ধ করবে। ’

ফখরুল ইসলাম আরও বলেন, ‘বিনা টেন্ডারে বিদ্যুৎকেন্দ্র নির্মাণের সঙ্গে যেসব সরকারি কর্মকর্তা জড়িত থাকবেন ভবিষ্যতে তাদেরও জবাবদিহি করতে হবে। ’

জামাতকে বাঁচানো সংক্রান্ত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ফখরুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগ বরাবরই এ ঘটনায় বিএনপিকে জড়ানোর চেষ্টা করছে। ’

তিনি বলেন, ‘বিএনপি সব সময়ই যুদ্ধাপরাধীদের বিচার চায়। তবে সে বিচার যেন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত না হয় এবং তা যেন আন্তর্জাতিক মানের বিচার হয়। কারণ বিএনপি মুক্তিযুদ্ধের চেতনায় উদ্দীপ্ত একটি রাজনৈতিক দল। ’

মির্জা ফখরুল বলেন, ‘আমরা বরাবরই এ বিচারের পক্ষে ছিলাম, এখনও আছি। তবে এটাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করলে তা গ্রহণযোগ্য হবে না। ’

এ সময় দলের কেন্দ্রীয় অর্থসম্পাদক আবদুস সালাম, সহদপ্তর সম্পাদক আসাদুল করিম শাহীন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।