ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

পাবনা পলিটেকনিকে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ৫

শাহীন রহমান, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১০
পাবনা পলিটেকনিকে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ৫

পাবনা: পাবনা পলিটেকনিক ইন্সটিটিউটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত নাজিম উদ্দিনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।


 
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুম বিল্লাহ বাংলানিউজকে জানান, পলিটেকনিক হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জামিল সওদাগরের সঙ্গে সহ-সভাপতি নাজিম উদ্দিনের মধ্যে চলমান পূর্ব বিরোধের জের ধরে আজ সোমাবর দুপুর ১২টার দিকে দু’জনের কথাকাটিকে কেন্দ্র করে দু’গ্রুপে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় ৫ জন আহত হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কলেজ ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে থানায় কোনও অভিযোগ দায়ের করা হয়নি বলে এসআই মাসুম জানান।

পলিটেকনিক কলেজ ছাত্রলীগ শাখার আহবায়ক সাজ্জাদ হোসেন বাপ্পি বাংলানিউজকে জানান, ঘটনার পরপর ডাকা কলেজ ছাত্রলীগের জরুরি বৈঠকে সংঘর্ষে জড়িত জামিল ও নাজিমের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।