ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

রাজধানীর রূপনগরে সন্ত্রাসী হামলায় মহিলা আ.লীগ নেত্রী ও তার ছেলে আহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৯ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১০

ঢাকা: স্থানীয় সন্ত্রাসীদের হামলায় রোববার রাতে ঢাকার ৯২ নম্বর ওয়ার্ডের (রূপনগর-দোয়ারিপাড়া) মহিলা আওয়ামী লীগ সভানেত্রী রাশিদা আলম (৪০) ও তার ছেলে রেজাউল (২৫) আহত হয়েছেন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন  রাশিদা আলম বাংলানিউজকে বলেন, ‘রাত সাড়ে আটটার দিকে আমার বাসায়  (ব্লক ক, রোড ৪, বাসা ১১) স্থানীয় জমি বিরোধ নিয়ে এক সালিশ চলছিল।

এসময় বিবাদমান শাকিল ও নজরুল গ্রুপ এবং ইসমাইল ও বাবু গ্রুপ উপস্থিত ছিল। হঠাৎ ৮/১০ জন সন্ত্রাসী  সেখানে এসে আমাকে ও আমার ছেলেকে বেদম পেটায়। ’

স্থানীয় কিনিকে ভর্তির পর অবস্থার অবনতি হলে রাত সোয়া ১২টারি দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান রাশিদা বেগম।

বাংলাদেশ সময়: ০০৫০ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।