ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

আমার সদস্যপদ বাতিল অসাংবিধানিক : সংসদে মখা আলমগীর

সিনিয়র করেসপনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৪ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১০
আমার সদস্যপদ বাতিল অসাংবিধানিক : সংসদে মখা আলমগীর

ঢাকা : চাঁদপুর-১ আসনের সরকার দলীয় সংসদ সদস্য ড. মহিউদ্দিন খান আলমগীর তার সদস্যপদ বাতিলকে অসাংবিধানিক ও বেআইনী বলে অভিহিত করেছেন।

রোববার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে তিনি বলেন, ‘নির্বাচন কমিশন এখতিয়ার বহির্ভূতভাবে তার সদস্য পদ বাতিল করে মহান জাতীয় সংসদ এবং স্পিকারের এখতিয়ারে হস্তপে করেছে।



এ সময় সুরঞ্জিত সেনগুপ্তও তার পে অবস্থান নেন।

তবে স্পিকার অ্যাডভোকেট আবদুল হামিদ এ বিষয়ে কোনো মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।

নির্বাচন কমিশনের তীব্র সমালোচনা করে মহিউদ্দিন খান বলেন, ‘নির্বাচন কমিশন তড়িঘড়ি করে আমার সদস্যপদ বাতিলের একটি নোটিশ সংসদে পাঠিয়েছে, যা নির্বাচন কমিশনের এখতিয়ার বহির্ভূত ও সংবিধান পরিপন্থী। সংসদ সদস্য পদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার এখতিয়ার কেবলমাত্র স্পিকারের রয়েছে। আমার তথাকথিত সদস্যপদ বাতিল বিষয়ে নির্বাচন কমিশন যে পদপে নিয়েছে তা সম্পূর্ণ বেআইনি। ’

ড. মহিউদ্দিন খান আলমগীরের বক্তব্য সমর্থন করে সুরঞ্জিত সেনগুপ্ত পয়েন্ট অব অর্ডারে বলেন, ‘জাতীয় সংসদে কেউ নির্বাচিত হলে তার সদস্যপদ বাতিলের এখতিয়ার একমাত্র জাতীয় সংসদের অর্থাৎ স্পিকারের।

রাষ্ট্রপতিকে রাষ্ট্রের প্রথম সাংবিধানিক প্রতিষ্ঠান এবং সার্বভৌম সংসদের স্পিকারকে দ্বিতীয় সাংবিধানিক প্রতিষ্ঠান উল্লেখ করে তিনি বলেন, ‘নির্বাচন কমিশন এ েেত্র অতিরঞ্জন ব্যবহার করেছে। ’

তিনি বলেন, ‘যদি কোনো সংসদ সদস্যের পদ বাতিল হয়, সে েেত্র স্পিকার নোটিশ পাঠাবে নির্বাচন কমিশনকে। নির্বাচন কমিশন সেই অনুযায়ী ব্যবস্থা নিয়ে গেজেট নোটিফিকেশন জারি করবে। কিন্তু কমিশন তা না করে উল্টো একতরফাভাবে ড. মহিউদ্দিন খান আলমগীরের সদস্যপদ বাতিল করে আসন শূন্য ঘোষণা এবং গেজেট নোটিফিকেশন জাতীয় সংসদে পাঠিয়েছে। যা সম্পূর্ণ তাদের এখতিয়ার বহির্ভূত। ’

জবাবে স্পিকার অ্যাডভোকেট আবদুল হামিদ বলেন, ‘বিষয়টি অনেক বিলম্বে উত্থাপন করা হয়েছে। আগেই উত্থাপন করলে তা পরীা-নিরীা করে দেখা যেত। এখন যেহেতু বিষয়টি হাইকোর্টে বিচারাধীন, তাই এ মুহুূর্তে এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। পরে স্পিকার আইন প্রণয়ন কার্যাবলীতে প্রবেশ করলে বিতর্কের অবসান হয়। ’

বাংলাদেশ সময় ২২১১ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।