ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

৫ অক্টোবর শুরু হচ্ছে সিপিবির নারী জাগরণ যাত্রা-২

স্টাফ করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১০
৫ অক্টোবর শুরু হচ্ছে সিপিবির নারী জাগরণ যাত্রা-২

ঢাকা: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র তিন দিনব্যাপী নারী জাগরণ যাত্রা-২ আগামী ৫ অক্টোবর শুরু হচ্ছে।
 
আন্তর্জাতিক নারী দিবসের শতবর্ষ উদযাপন উপলক্ষে বছরব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করছে সিপিবি।


 
রোববার রাজধানীর পুরানা পল্টনের দলীয় কার্যালয় মুক্তি ভবনে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

মঙ্গলবার সকাল সাড়ে দশটায় মুক্তাঙ্গনে সমাবেশের মাধ্যমে এ যাত্রা শুরু হবে। শেষ হবে ৭ অক্টোবর মংলায়। জাগরণ যাত্রায় পথসভা ও সমাবেশ করার পাশাপাশি প্রতিবাদী গানও গাইবেন দলীয় কর্মীরা।

শতবর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক লক্ষ্মী চক্রবর্তী বলেন, ‘দেশের নারী সমাজ আজ নানা নির্যাতন, শোষণ, বঞ্চনা ও বৈষম্যের শিকার। এ ব্যাপারে জনগণকে সচেতন করার লক্ষ্যেই এ কর্মসূচি। ’

এ সময় তিনি কর্মক্ষেত্রে মজুরি বৈষম্য দূর, সম্পত্তিতে নারীর সমান অধিকার, অভিন্ন পারিবারিক আইন চালু, সিডও সনদের বাস্তবায়ন, নারী নীতির বাস্তবায়ন, জাতীয় সংসদে নারীর জন্য সংরক্ষিত আসন বাড়ানো ও সেখানে সরাসরি নির্বাচনের ব্যবস্থা করাসহ বিভিন্ন দাবি তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে আরও ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য লুনা নূর, অ্যাডভোকেট লায়লা আক্তার ও রাশেদা কুদ্দুস রানু।

উল্লেখ্য, গত ৩-৫ মার্চ ঢাকা থেকে তেঁতুলিয়ায় যায় ‘নারী জাগরণ যাত্রা-১’।

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।