ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

কুষ্টিয়ায় ছাত্রলীগ নেতাকে কারাগারে প্রেরণ

শরীফ বিশ্বাস, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১০

কুষ্টিয়া: কুষ্টিয়া সরকারী কলেজে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষের প্রস্তুতিকালে গত শনিবার  পুলিশের হাতে আটক ১০ নেতা-কর্মীর মধ্যে বাকি ৬ জনকে ১৫১ ধারায় আদালতে চালান দেওয়ার পর ৪ জনকে জামিন দিয়ে বাকি দু’জনকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

জানা গেছে, আটক বাকি ৪ জনকে আগেই ছেড়ে দিয়েছে পুলিশ।



আদালত সূত্র বাংলানিউজকে জানায়, আজ রোববার দুপুর ১টায় ছাত্রলীগের ৬ নেতা-কর্মীকে কুষ্টিয়ার অতিরিক্ত মূখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক আব্দুল্লাহ আল মামুন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম ও ছাত্রলীগ কর্মী লেলিনের জামিন নামঞ্জুর করে তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশন দেন।

বাকি ৪জনের জামিন মঞ্জুর করা হয়।

জামিন পাওয়া আসামিরা হচ্ছেন ছাত্রলীগ কর্মী সাধন বিশ্বাস, মাহমুদুল হাসান, আলাউদ্দিন হোসেন লাল ও রাকিবুল ইসলাম।

কুষ্টিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তবে ১০ জনকে গ্রেপ্তারের পর কিসের ভিত্তিতে ৪ জনকে ছেড়ে দেওয়া হয়েছে তা জানা যায়নি।  

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।