ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

‘কয়েকজন এমপি’র কারণে আ.লীগের সুনাম নষ্ট হচ্ছে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১১ ঘণ্টা, অক্টোবর ২, ২০১০
‘কয়েকজন এমপি’র কারণে আ.লীগের সুনাম নষ্ট হচ্ছে’

ঢাকা: আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মো. নাসিম বলেছেন, পাবনার ঘটনাসহ সবধরনের অনৈতিক কর্মকাণ্ড কঠোর হাতে দমন করা হয়েছে। কিন্তু কয়েকজন এমপি’র কারণে আওয়ামী লীগের সুনাম নষ্ট হচ্ছে।

আওয়ামী লীগের ভাবমূর্তি রক্ষায় এসব এমপিকে কঠোর হাতে নিয়ন্ত্রণ করতে হবে।

ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে শনিবার সকাল ১১টায় বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত ‘বাংলাদেশের দারিদ্র্য বিমোচন এবং জঙ্গি ও সন্ত্রাস দমনের ক্ষেত্রে জাতীয় ঐকমত্যর বিকল্প নেই’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মো. নাসিম বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতা দখল করে নির্বাচন করে না। এদেশে আবার যাতে ১/১১ না আসে এজন্য নিরপেক্ষ তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন হবে। যতবার নির্বাচন হবে ততবারই আওয়ামী লীগ নির্বাচিত হবে। এজন্য আওয়ামী লীগের কখনোই ইয়াজউদ্দিন বা সংবিধান সংশোধনের প্রয়োজন পড়বে না। ’

সম্প্রতি মুক্তিযুদ্ধ নিয়ে জামাতের আইনজীবীর বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ‘৭১ এ যদি মুক্তিযুদ্ধ না হয় তাহলে জিয়াউর রহমান কার পক্ষ হয়ে যুদ্ধ করেছেন, ভারত নাকি পাকিস্তানের। জামাত কার পক্ষে ছিল ভারত নাকি পাকিস্তানের?’

বিশেষ অতিথির বক্তব্যে ভূমিপ্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার বলেন, ‘বিগত সরকার দেশের বনভূমিকে রক্ষা না করে পাশের দেশের উগ্রপন্থীদের কাছে প্রশিক্ষণ নেওয়ার জন্য ভাড়া দিয়েছে। তাদের জন্য দশ ট্রাক অস্ত্রও এনেছে। তারেক জিয়া মায়ের ঘাড়ে বন্দুক রেখে আওয়ামী লীগ নেতাদের নিশ্চিহ্ন করতে চেয়েছিলেন। ’

বঙ্গবন্ধু একাডেমির চেয়ারম্যান হেমায়েতউদ্দিন বীরবিক্রমের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন ভূমিপ্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হক সবুজ, ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজউদ্দিন মিয়া।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।