ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

অফবিট

‍হিমালয় থেকে আবর্জনা সরাচ্ছে তারা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৭ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৭
‍হিমালয় থেকে আবর্জনা সরাচ্ছে তারা তারা এয়ারের একটি ময়লাবাহী এয়ারক্র্যাফট। ছবি: সংগৃহীত

ঢাকা: প্লেনে তুলে হিমালয় থেকে অপচনশীল বর্জ্য সরিয়ে নিচ্ছে তারা এয়ার। করপোরেট রেসপনসিবিলিটির আওতায় এ পর্যন্ত মোট ৯টি ফ্লাইট পরিচালনা করে ১১ টন বর্জ্য সরিয়ে নিয়েছে তারা।

এ কাজে তারা এয়ারকে সহযোগিতা করছে লুকলা এলাকার হিমালয়ান ক্লাব এবং সারগমাথা পলিউশন কন্ট্রোল কমিটি।

লুকলা এয়ারপোর্ট থেকে পরিচালিত ফ্লাইটে করে সরিয়ে নেওয়া সব আবর্জনা কাঠমান্ডু মিউনিসিপ্যালিটি করপোরেশনের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

করপোরেশন ওই ময়লা যথাযথ রিসাইকেল কর্তৃপক্ষকে বুঝিয়ে দেবে।

এর আগে একইভাবে প্লেনে তুলে হিমালয়ের সুলুখুমভু এলাকা থেকে ১২ টন বর্জ্য সরিয়ে নেয় তারা এয়ার। তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

১৯৯৮ সাল থেকে নেপালের প্রত্যন্ত এলাকায় ফ্লাইট সার্ভিস দিয়ে আসছে তারা এয়ার। হিমালয় থেকে তাদের বর্জ্য অপসারণ কার্যক্রম মানুষের ভেতরে প্রকৃতি বিষয়ে সচেতনতা জাগাতে সক্ষম হবে বলে আশা করছে তারা।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৭
জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।