ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

হরতালে বিশৃঙ্খলা সৃষ্টি করলেই অ্যাকশন: শহীদুল

ন্যাশনাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৫ ঘণ্টা, জুন ২৫, ২০১০

ঢাকা: প্রধান বিরোধীদল বিএনপির ডাকা হরাতালে রাস্তায় ভাঙচুর বা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করলেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবার রাজারবাগ পুলিশ টেলিকম মিলনায়তনে এক সংবাদ ব্রিফিংয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার এ কে এম শহীদুল হক এ কথা বলেন।



পুলিশ কমিশনার বলেন, “বিরোধীদলের ডাকা হরতাল শান্তিপূর্ণভাবে পালনে পুলিশ  কোনো বাধা দেবে না। তবে ওই সময় গাড়ি ভাঙচুর বা আগুন ধরিয়ে দেওয়ার মতো ফৌজদারি অপরাধ করে বিশৃঙ্খলা সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ”

২৭ জুন বিএনপির ডাকা হরতাল নিয়ে পুলিশের প্রস্তুতি সম্পর্কে জানাতে এ সংবাদ ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

হরতালের দিন রাজধানীতে ১০ হাজার পুলিশ মোতায়েন থাকবে জানিয়ে শহীদুল হক বলেন, “... তবে এবার গণগ্রেপ্তার করা হবে না। বিভিন্ন এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টিকারী সম্ভাব্য পিকেটারদের একটি তালিকা তৈরি করা হয়েছে। সেই তালিকা অনুযায়ী গ্রেপ্তার করা হবে। ”

নির্দোষ কাউকে হয়রানি করা হবে না বলেও আশ্বস্ত করেন তিনি।

পাশাপাশি ঢাকার ভিআইপি ও গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচলে ব্যাঘাত না ঘটাতে পুলিশ কমিশনার বিএনপির প্রতি অনুরোধ জানান।

শহীদুল হক বলেন, “হরতালের দিন স্বেচ্ছায় দোকানপাট বন্ধ রাখা হলে পুলিশের কিছু বলার নেই। তবে কাউকে দোকানপাট বন্ধ রাখতে বাধ্য করা হলে পুলিশ কঠোর ব্যবস্থা নেবে। ”

হরতালে ডিএমপি`র নিরাপত্তামূলক ব্যবস্থার কথা জানিয়ে পুলিশ কমিশনার বলেন, “হরতালে মোট ৯টি সেক্টর থাকবে, পিকেট থাকবে ৪৫১টি, মোবাইল টহল টিম থাকবে ১৩৫টি, স্ট্রাইকিং মোবাইল টিম থাকবে ৭৪টি। এছাড়া স্ট্রাইকিং রিজার্ভ থাকবে ১৫টি স্থানে, ক্যামেরাসহ ইনসিডেন্ট কাম এভিডেন্স টিম থাকবে ২০টি এবং সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ থাকবে প্রয়োজনীয় সব স্থানে। ”

বাংলাদেশ স্থানীয় সময়: ১৪২৭ ঘণ্টা, জুন ২৫, ২০১০
কেএল/এসআরআর/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।