ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাতীরা সীমান্তে নারীসহ ৯ জন আটক

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৮ ঘণ্টা, জুন ২৫, ২০১০

সাতীরা: অবৈধভাবে পাশ্ববর্তী দেশ ভারতে যাওয়ার পথে সাতীরা সীমান্ত থেকে নারীসহ ৯ জনকে আটক করেছে সীমান্তরক্ষী বাহিনী বিডিআর।

বৃহস্পতিবার গভীর রাতে কালিগঞ্জের উকসা সীমান্ত তাদের আটক করা হয়।



আটককৃতরা হচ্ছে- সাতীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া গ্রামের মাসুদ হাসান (১৮), মিলন হোসেন (১৯), হজরত আলী (৪৩), বেলাল মোল্লা (২০), শ্রীফলকাটি গ্রামের রিয়াজুল ইসলাম বাবলু (২০), পাখিমারা গ্রামের আম্বিয়া খাতুন (৩২), তার ছেলে নয়ন (১০), ভটভটিয়া গ্রামের রিজিয়া বিবি (৩৩) ও বাদুড়িয়া গ্রামের ছাকাত আলী  মোড়ল (৩০)।

এ ব্যাপারে কালিগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।

কালিগঞ্জ থানার ওসি শেখ ফরিদ উদ্দিন বিডিআরের উদ্ধৃতি দিয়ে বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে বলেন, “আটককৃতরা সাতীরার শ্যামনগর উপজেলার ঘূর্ণিঝড় আইলায় তিগ্রস্ত এলাকার বাসিন্দা। কাজের সন্ধানে তারা ভারত যাচ্ছিল। ”

বাংলাদেশ স্থানীয় সময়: ১৮০৭ ঘণ্টা, জুন ২৫, ২০১০
প্রতিনিধি/কেএল

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।