ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৭ ঘণ্টা, জুন ২৫, ২০১০

চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আজ শুক্রবার পাঁচজন নিহত হয়েছেন। মারাত্মক আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন আরো ২ জন।

হতাহতরা সবাই মাইক্রেবাসের আরোহী।

সীতাকুণ্ড উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মগপুকুরপাড় এলাকায় সকাল সাড়ে সাতটায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, মাইক্রোবাসটি চট্টগ্রাম বিমানবন্দর থেকে কুমিল্লার লাঙ্গলকোট যাচ্ছিল। মগপুকুরপাড় এলাকায় দ্রুতগামী একটি ট্রাকের সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের সাত আরোহীর মধ্যে ঘটনাস্থলেই মারা যান তিনজন। তাদের নাম পরিচয় জানা যায়নি।

পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানান, দুর্ঘটনায় মারাত্মক আহত চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে নিজাম উদ্দীন (৩৮) ও দেলোয়ার (৩৫) মারা যান।

এছাড়া আদিল (১০) ও কালামিয়া (৫৫) নামে দুইজন হাসপাতালে চিকিৎসাধীন।

বারো আউলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক কামাল উদ্দীন বলেন, ঘাতক ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে।


বাংলাদেশ স্থানীয় সময়: ১০৩০ ঘণ্টা, জুন ২৫, ২০১০
প্রতিনিধি/এজে/বিকে/কেএল

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।