ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বরিশালে একজনের ১০ বছর কারাদণ্ড

কাওছার হোসেন | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১০

বরিশাল: বরিশালে বিধবাকে ধর্ষণ চেষ্টার অভিযোগ প্রমাণিত হওয়ায় জাকির হোসেন ওরফে ধুরা জাকির নামের এক ব্যক্তিকে ১০ বছর সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার বরিশাল বিভাগীয় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মোঃ আবুল হোসেন ব্যাপারী এ আদেশ দেন।



জাকির হোসেন ওরফে ধুরা জাকিরের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বেবার গ্রামে। রায় ঘোষণার সময় জাকির আদালতে অনুপস্থিত ছিল।

ট্রাইবুনালের বেঞ্চ সহকারী আজিবর রহমান বাংলানিউজ জানান, বাকেরগঞ্জের কলসকাঠি বন্দর এলাকার এক বিধবাকে প্রায়ই কু-প্রস্তাব দিতো জাকির। এ ঘটনায় ওই বিধবা ২০০৮ সালের ১২ ফেব্র“য়ারি বাকেরগঞ্জ থানায় সাধারন ডায়েরি করেন। এতে জাকির প্তি হয়ে সাধারণ ডায়েরির একদিন পরে ১৪ ফেব্র“য়ারি বাসায় গিয়ে সালমাকে ধর্ষণের চেষ্টা চালায়।

এ ঘটনায় একই বছরের ১ মার্চ জাকিরকে আসামি করে বাকেরগঞ্জ থানায় মামলা দায়ের করেন ওই গৃহবধূ। পরে মামলাটি বিচারের জন্য বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে পাঠানো হয়।


বাংলাদেশ সময়: ১৯৩৫ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।