ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিলেটে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষিকাসহ নিহত ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১০

সিলেট: সিলেটে পৃথক সড়ক দুর্ঘটনায় সোমবার ২ জন নিহত হয়েছেন।

নগরীর লামাগাছীতে ২টি লেগুনার মুখোমুখি সংঘর্ষে শিক্ষিকা মনিকা ভট্টাচার্য (৪৭) এবং জৈন্তাপুর উপজেলায় প্রাইভেটকারের চাপায় কারিনা বেগম মনা (১০) নিহত হন।



সিলেট কতোয়ালী থানার উপ-পরিদর্শক লতিফ আহমেদ বাংলানিউজকে বলেন, ‘নগরীর লামাগাজীতে সকাল ১০টায় দুই লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মনিকা ভট্টাচার্য নিহত হন। তিনি পল্লবী আবাসিক এলাকার অরচিত চৌধুরীর স্ত্রী। ’

তামাবিল হাইওয়ে থানার ওসি সোহরাব হোসেন বাংলানিউজকে বলেন,  ‘জৈন্তাপুর ফেরিঘাট এলাকায় বেলা সাড়ে ১২টায় প্রাইভেটকার কারিনা বেগম মনাকে চাপা দেয়। পথচারীরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। মনা জৈন্তাপুরের বশির উদ্দিনের মেয়ে। ’

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad