ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় ডিউকের আবারও রিমান্ড আবেদন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১০

ঢাকা: বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার সাবেক পিএ ও ভাগ্নে সাইফুল ইসলাম ডিউকের আবারও ৭ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির বিশেষ পুলিশ সুপার আব্দুল কাহার আকন্দ রোববার এ রিমাণ্ড এ আবেদন জানান।

কিন্তু এ আবেদনের কথা সোমবার জানাজানি হয়।

অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ আলী হোসাইনের আদালতে মঙ্গলবার এ রিমান্ড আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে।

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার বিশেষ সরকারী কৌসুলি সৈয়দ রেজাউর রহমানের সহকারী আইনজীবী আকরাম উদ্দিন শ্যামল ডিউকের রিমান্ডের আবেদনের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন ।

ডিউক কারাগারে আটক থাকায় মঙ্গলবার আদালতে হাজির করতে প্রোডাকশন ওয়ারেন্ট (পি/ডব্লিউ) ইস্যু করা হয়েছে।

প্রসঙ্গত, ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের জনসভায় সন্ত্রাসীরা ভয়াবহ গ্রেনেড হামলা চালায়। হামলায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ও প্রেসিডেন্ট জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ ২৩ জন নির্মমভাবে নিহত হন। সাবেক বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা অল্পের জন্য প্রাণে বেঁচে যান। আহত হন শতাধিক নেতাকর্মী।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad