ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঢাবিতে নির্মিত হচ্ছে আরেকটি ছাত্রীহল

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১০

ঢাকা: ছাত্রীদের আবাসন সমস্যা সমাধানে শিগগিরই ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন একটি হল নির্মাণের কাজ শুরু হচ্ছে। সোমবার স্থান নির্বাচন কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।



বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে বৈঠকে বিভিন্ন আবাসিক হলের প্রাধ্যক্ষ ও সব অনুষদের ডীনরা উপস্থিত ছিলেন।

বর্তমানে ৩০ হাজার শিক্ষার্থীর এই বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের জন্য চারটি আবাসিক হল ও একটি ছাত্রী নিবাস রয়েছে।
 
উপাচার্য বাংলানিউজকে জানান, ছাত্রীদের আবাসন সমস্যার কথা বিবেচনা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।

সম্পূর্ণ সরকারী অর্থে ১০ তলা এই ভবন নির্মাণের কাজ আগামী দু’এক মাসের মধ্যেই শুরু হবে বলে জানিয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।