ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

ভৈরবে ট্রেনে কাটা পড়ে নিহত ১

ইসহাক সুমন, আশুগঞ্জ প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১০

আশুগঞ্জ: ভৈরবের শিবপুরে সোমবার সকালে ট্রেনে কাটা পড়ে ১ জন নিহত ও আহত হয়েছেন ১ জন।

স্থানীয় সূত্র বাংলানিউজকে জানায়, শিবপুর ইউনিয়নের ভোলাকাজি বাজার এলাকায় সকাল ১১টার দিকে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর ট্রেন এগারসিন্দুরের নিচে কাটা পড়ে সবুজ মিয়া (৪০) নামে এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন।

এসময় মাজেদা বেগম (৩৫) নামে এক মহিলা গুরুতর আহত হন।

প্রত্যদর্শীরা জানান, তারা দু’জনই এ সময় হেঁটে রেল লাইন পার হচ্ছিলেন।

পথচারীরা মাজেদা বেগমকে গুরুতর অবস্থায় উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় পাঠানো হয়।

পুলিশ জানায়, নিহত সবুজ মিয়া ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার গুইলাকান্দা গ্রামের আব্দুর রহমানের ছেলে। মাজেদা বেগমের বাড়ি ভৈরব পৌর এলাকার পঞ্চবটিতে।

পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

এ ব্যাপারে ভৈরব জিআরপি থানায় একটি ইউডি (অস্বাভাবিক মৃত্যু) মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।