ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আরও ওয়াটার বাস চালুতে বেসরকারি উদ্যোগের আহ্বান নৌমন্ত্রীর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১০

ঢাকা: নৌমন্ত্রী শাহজাহান খান দেশের নৌরুটগুলোতে আরো বেশি ওয়াটার বাস চালুর জন্য বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। এমন উদ্যোগে ট্যাক্স ও ভ্যাট কমিয়ে দেওয়ারও প্রস্তাব দেন তিনি।

 

সোমবার সংসদের প্রশ্নোত্তর পর্বে নৌমন্ত্রী এ আহ্বান জানান।

এরই মধ্যে চালু হওয়া দুটি ওয়াটার বাস ছাড়াও নতুন আরও চারটি ওয়াটার বাসের জন্য টেন্ডার আহ্বান করা হয়েছে বলে সংসদকে জানান নৌমন্ত্রী।

তিনি বলেন, ‘সারাদেশে এ ধরনের নৌযান চালু করতে আমি বেসরকারি উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানাচ্ছি। ’

অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে শাহজাহান খান বলেন, এ ধরনের উদ্যোগের ক্ষেত্রে ভ্যাট ও ট্যাক্স কমিয়ে দেওয়া হলে তা বেসরকারি উদ্যোক্তাদের উৎসাহিত করবে বলেই আমি মনে করি। ’

সংসদে আবদুর রহমানের তারকা চিহ্নিত সম্পূরক প্রশ্নের উত্তরে এসব কথা বলেন নৌমন্ত্রী।

উল্লেখ্য সম্প্রতি রাজধানীর সদরঘাট থেকে গাবতলী পর্যন্ত এ ধরনের দুটি ওয়াটার বাস চালু করা হয়।

বাংলাদেশ সময় ১৭০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।