ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ধর্ম মন্ত্রণালয়ের তিন সিনিয়র সহকারী সচিব হজ মিশনে

স্টাফ করেপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১০

ঢাকা: একজন উপসচিব, তিন সিনিয়র সহকারী সচিবসহ প্রশাসনের পাঁচ কর্মকর্তার দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে। এর মধ্যে ধর্ম মন্ত্রণালয়ের তিন সিনিয়র সহকারী সচিবকে সৌদি আরবে হজ মিশনের সহকারী হজ কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে।



সোমবার সংস্থাপন মন্ত্রণালয়ের একাধিক প্রজ্ঞাপনে এসব বদলির আদেশ দেওয়া হয়।

চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম মো. হেলাল চৌধুরীকে নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব এবং সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আবদুল বাকী মিয়াকে রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্পের অতিরিক্ত পরিচালক পদে বদলি করা হয়েছে।

এদিকে, ধর্মবিষয়ক প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. কামরুল হাসান, ধর্মসচিবের একান্ত সচিব মহিউদ্দিন ও মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. জাহাঙ্গীর আলমকে যথাক্রমে সৌদি আরবের জেদ্দা, মক্কা ও মদিনা হজ মিশনের সহকারী হজ কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, ২০ সেপ্টেম্বর, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।