ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ত্রিশালে ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩৫

এম আব্দুল্লাহ আল মামুন খান, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১০

ময়মনসিংহ: ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উকিলবাড়ি মোড় এলাকায় সোমবার দুপুরে দু’টি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ৩৫ জন আহত হয়েছেন।

প্রত্যদর্শীরা বাংলানিউজকে জানান, দুপুর ২টার দিকে উকিলবাড়ি মোড় এলাকায় ঢাকাগামী হিজবুল বাহার নামের একটি বাসের সঙ্গে ময়মনসিংগামী চন্দন পরিবহনের অপর একটি বাসের মুখোমুখি সংঘর্ষে দু’টি বাসই দুমড়ে মুচড়ে যায়।

এ সময় ঢাকাগামী বাসের যাত্রী আলী জাকারিয়া (১৮) ঘটনাস্থলেই মারা যান। এ ছাড়া উভয় বাসের প্রায় ৩৫ যাত্রী আহত হন।

ত্রিশাল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, নিহতের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায়। তিনি মাদ্রাসায় ভর্তি হবার জন্য ঢাকা যাচ্ছিলেন। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া আহত ২৮ জনের মধ্যে ৬ জনের অবস্থা সংকটাপন্ন বলে কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন। বাকীদের ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  

থানা সূত্র জানায়, এ ঘটনায় এখন পর্যন্ত কোনও মামলা হয়নি।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad