ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মুক্তিযোদ্ধারা ২ হাজার টাকা করে সম্মানি পাবেন : মন্ত্রী তাজুল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৫ ঘণ্টা, জুন ২৪, ২০১০

ঢাকা: মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী ক্যাপ্টেন (অব.) এবিএম তাজুল ইসলাম সংসদকে জানিয়েছেন, চলতি অর্থবছরে ১ লাখ ২৫ হাজার মুক্তিযোদ্ধা মাসিক ১ হাজার ৫০০ টাকা হারে সম্মানি ভাতা পেয়ে আসছেন। ২০১০-১১ অর্থবছরে এ ভাতার পরিমাণ ৫০০ টাকা বাড়িয়ে ২ হাজার টাকা এবং ভাতাভোগীর সংখ্যা ২৫ হাজার বাড়িয়ে ১ লাখ ৫০ হাজার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।



আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে রাজশাহী-৪ আসনের সাংসদ এনামুল হকের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, ‘দেশে বর্তমানে সাধারণ মুক্তিযোদ্ধার সংখ্যা ১ লাখ ২৫ হাজার। যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ৫ হাজার ৩৩৮ জন। শহীদ পরিবারের সংখ্যা ২ হাজার ৫০০টি। ’

মন্ত্রী আরও বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার আগেরবার ক্ষমতায় থাকাকালীন (১৯৯৬-২০০১) সময়ে ৪০ হাজার মুক্তিযোদ্ধাকে ভাতা দেওয়ার ব্যবস্থা করেছিল।

নড়াইল-১ আসনের সাংসদ কবিরুল হকের অপর এক প্রশ্নের উত্তরে মন্ত্রী তাজুল ইসলাম জানান, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট্রের অধীনে পূর্ণিমা ফিলিং অ্যান্ড সার্ভিস স্টেশন একমাত্র লাভজনক প্রতিষ্ঠান।


বাংলাদেশের স্থানীয় সময়: ১৯১০ঘণ্টা, জুন ২৪,২০১০
জেআই/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।