ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাংবাদিক আখতার-উল-আলম আর নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৬ ঘণ্টা, জুন ২৪, ২০১০

ঢাকা: বরেণ্য সাংবাদিক ,কূটনীতিক আখতার-উল-আলম আর নেই। তিনি বুধবার রাতে কিডনি বিকল হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে...রাজেউন)।

তাঁর বয়স হয়েছিল ৭১বছর। তিনি স্ত্রী, ২পুত্র ও ১কন্যা রেখে গেছেন।

দীর্ঘ কর্মময় জীবনে তিনি দৈনিক ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক ও উপদেষ্টা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বাহরাইনে বাংলাদেশের রাষ্ট্রদুত হিসেবেও কাজ করেন।

আখতার উল আলম ’৭০-এর দশকে দৈনিক আজাদী পত্রিকায় যোগ দেওয়ার মধ্য দিয়ে তাঁর  সাংবাদিকতা জীবন শুরু হয়। তিনি মাওলানা আকরাম খা’র সহচর ছিলেন। তিনি অনুবাদক হিসেবেও বেশ খ্যাতি ছিল তাঁর ।

তার নামাজে জানাজা আজ বিকেলে মিরপুরের গোলারটেক ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। পরে তাকে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।

তাঁর মৃত্যুতে বিভিন্ন মহল থেকে শোকজ্ঞাপন করা হয়েছে।

বাংলাদেশের স্থানীয় সময়: ১৭ ২৩ঘণ্টা, জুন ২৪’ ২০১০
এমজেড/এনএস/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।