ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

৭১-এর স্পর্শকাতর বিষয় জামায়াতের ওপর চাপিয়ে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে - নিজামী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১০ ঘণ্টা, জুন ২৪, ২০১০

ঢাকা : ইসলামী আন্দোলনকে বাধাগ্রস্ত করতেই ‘১৯৭১ সালের একটি স্পর্শকাতর বিষয় জামায়াতের উপর চাপিয়ে দিয়ে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী।

আজ বৃহস্পতিবার মগবাজার আল ফালাহ মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজিত ৩ দিনব্যাপী শিক্ষাশিবিরের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।



মতিউর রহমান নিজামী বলেন,  ‘১৯৭১ সালের একটি স্পর্শকাতর বিষয় জামায়াতের উপর চাপিয়ে দিয়ে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। ১৯৭০ সালে তো আমাদের বিরুদ্ধে ’৭১-এর মতো কোনো অভিযোগ ছিল না। তখনো পল্টনে আমাদের সভা-সমাবেশ করতে দেওয়া হয়নি। মূলত ইসলাম না বোঝার কারণেই বিরোধী শিবির আমাদের আন্দোলনকে স্তব্ধ করতে চায়। ‘ইসলামী আন্দোলনের উপর আঘাত নতুন কোনো ঘটনা নয়। ’

তিনি দলের নেতাকর্মীদের ধৈর্যের সঙ্গে বর্তমান পরিস্থিতি মোকাবেলা করার আহ্বান জানান।

ইসলামী আন্দোলনে অন্যান্য ইসলামী দলগুলোর কোনো অবদান নেই উল্লেখ করে নিজামী বলেন, ছাত্র মজলিস, খেলাফতে রব্বানীর মতো আমরাও যদি আদর্শচ্যুত হই, তাহলে আমাদের পরিণতিও তাদের মতো হবে।

ছাত্রশিবিরের সভাপতি মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী, ড. মো. শফিকুল ইসলাম মাসুদ প্রমুখ।

বাংলাদেশ স্থানীয় সময় ১৫২৪ ঘণ্টা, ২৪ জুন ২০১০
এজেড/এএইচএস/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।