ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঢাকার বর্জ্য ব্যবস্থাপনায় থ্রি-আর পদ্ধতি চালুর পরামর্শ জাইকার

স্টাফ করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৮ ঘণ্টা, জুন ২৪, ২০১০

ঢাকা: ঢাকা শহরের বর্জ্য ব্যবস্থাপনা পরিবর্তন এবং রিডিউস-রিইউজ-রিসাইকল এই থ্রি-আর পদ্ধতি প্রচলনের পরামর্শ দিয়েছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি- জাইকা।

বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা সিটি কর্পোরেশন ও বেসরকারি উন্নয়ন সংস্থা জাইকার যৌথ আয়োজনে ‘অ্যাওয়্যারনেস বিল্ডিং অন গ্লোবাল ওয়ার্মিং’ শীর্ষক সেমিনারে এ তথ্য জানানো হয়।



সেমিনারে জাইকার জ্যেষ্ঠ প্রতিনিধি (সিনিয়র রিপ্রেজেনটেটিভ) সাইদা মাকিমতো বলেন, থ্রি-আর পদ্ধতির ব্যবহার বাড়লে নগরীতে কঠিন বর্জ্য অনেক কমে আসবে।

বর্জ্য ব্যবস্থাপনায় ওয়ার্ডভিত্তিক ছোট ছোট কমিটি করে এলাকাবাসীকে সম্পৃক্ত করতে পারলে পরিস্থিতির উন্নতি হবে বলেও জানান তিনি।

এদিকে, ঢাকা সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা বিপণ কুমার সাহা বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতির পরিবর্তনের চেয়ে লোকবল বাড়ানোর ওপর গুরুত্ব দেন।

তিনি বলেন,  ‘লোকবলের দিক থেকে তো বটেই প্রযুক্তিগত দিক থেকেও আমরা অনেক পিছিয়ে রয়েছি। আর সেই সঙ্গে আছে সচেতনতার অভাব। ’

সমস্যা নিরসনে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগও জরুরি বলে মত দেন তিনি।  

সেমিনারে বিভিন্ন সংগঠনের পরিবেশকর্মী, ডিসিসি’র কর্মকর্তারা ছাড়াও ঢাকার বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

বাংলাদেশের সময়: ১৫০৯ ঘন্টা, ২৪ জুন ২০১০
আরএসএ/এমএমকে/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।