ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আদাবরে শিশুহত্যা, মৃতদেহ উদ্ধার

মেডিকেল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৭ ঘণ্টা, জুন ২৪, ২০১০

ঢাকা: রাজধানীর আদাবর থানার নবোদয় হাউজিং এলাকা থেকে বৃহস্পতিবার সকালে একটি শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

মৃত খন্দকার সামিউল আজমের (৬) বাবার নাম কে আর আজম।

সে নবোদয় হাউজিংয়ের ৮ নম্বর রোডের ৭ নম্বর বাড়িতে থাকতো। তার গ্রামের বাড়ি রাজবাড়ির পাংশা উপজেলায়।

আদাবর থানার উপ-পরিদর্শক ছবিরুদ্দিন বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, আজ সকাল পৌণে আটটায় এলাকাবাসী নবোদয় হাউজিং এলাকার একটি ভবনের দেয়ালের পাশ থেকে সামিউলের মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খরব দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

মৃতের চাচা মো. আবির বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, সামিউল গত মঙ্গলবার বাসার সামনে খেলতে গিয়ে নিখোঁজ হয়। এ ব্যাপারে আদাবর থানায় ওই দিন সাধারণ ডায়েরি করা হয়।

মর্গ এবং পুলিশ সূত্রে জানা যায়, সামিউলকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

এ ব্যাপারে আদাবর থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি।


বাংলাদেশ স্থানীয় সময়: ১৪৫৯ঘণ্টা, ২৪ জুন ২০১০
প্রতিনিধি/এইচজেএস/বিকে/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।