ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঢাকার রাস্তায় মেয়াদোত্তীর্ণ গাড়ির বিরুদ্ধে অভিযান ১৫ জুলাই শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩০ ঘণ্টা, জুন ২৪, ২০১০

ঢাকা: ঢাকা মহানগরীর রাস্তা থেকে মেয়াদোত্তীর্ণ গাড়ি তুলে দিতে ১৫ জুলাই অভিযান শুরু হচ্ছে। অভিযান টানা তিন মাস চলবে।

 

এ অভিযানে ২০ বছরের বেশি পুরনো বাস এবং ২৫ বছরের বেশি পুরনো মালবাহী মোটরযান তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এসব যানবাহন রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত চলাচল করার সুযোগ পাবে।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বৈঠকে যোগাযোগমন্ত্রী জানান, ‘রাজধানীর পরিবেশ দূষণরোধে এবং সড়ক নিরাপদ রাখতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), ঢাকা জেলা প্রশাসন ও পুলিশের ট্রাফিক বিভাগ মোবাইল কোর্টের মাধ্যমে আগামী তিনমাস এ অভিযান চালাবে। ’

তিনি এ কাজে পরিবহণ মালিক ও শ্রমিকদের সহযোগিতার চেয়েছেন।

সভায় বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ বলেন, ‘আমরা মালিকরাও চাই সড়ক থেকে ঝুঁকিপূর্ণ ও মেয়াদোত্তীর্ণ যানবাহন তুলে নেওয়া হোক। ’

বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি আবদুর রহিম বকস দুদু সরকারের এ অভিযানের সাফল্য কামনা করেন।

বিআরটিএ’র ১৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সপ্তায় চারদিন রাজধানীর বিভিন্ন স্পটে এ অভিযান পরিচালনা করবেন বলে জানান বিআরটিএ’র চেয়ারম্যান আইয়ুবুর রহমান।

তিনি জানান, ‘ঢাকা শহরে ২০ বছরের বেশি পুরনো ৩ হাজার ৮১১টি বাস এবং ২৫ বছরের বেশি পুরনো ৯ হাজার ৯৬৭টি ট্রাক ও কাভার্ড ভ্যান রয়েছে। ‘

বৈঠকে জানানো হয়, ‘এসব গাড়ি ঢাকার বাইরে অন্যান্য জেলায় চলাচল করতে পারবে। তবে আন্তঃজেলা পরিবহণে ব্যবহার করা যাবে না।

বাংলাদেশ সময় ১৬৫৭ঘণ্টা, জুন ২৪, ২০১০
একেআর/এমএমকে/এসএফ/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।