ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কোনো পুলিশ সদস্য মাদকাসক্ত হলে চিকিৎসার ব্যবস্থা করা হবে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫০ ঘণ্টা, জুলাই ১৮, ২০২০
কোনো পুলিশ সদস্য মাদকাসক্ত হলে চিকিৎসার ব্যবস্থা করা হবে

ঢাকা: কোনো পুলিশ সদস্য যদি মাদকাসক্ত হয় তাহলে আত্মসমর্পণ করুন, বিনা খরচে চিকিৎসার ব্যবস্থা করা হবে। আর যদি মাদাকাসক্ত তবে সেটা গোপন করছে প্রমাণিত হলে তাদের আইনের আওতায় আনা হবে।

শনিবার (১৮ জুলাই) মিরপুরের দারুস সালাম আল-ওয়াফী কনভেনশন সেন্টারে করোনা ভাইরাস প্রতিরোধে পুলিশ সদস্যদের করণীয় ও বর্জনীয় শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপ-পুলিশ কমিশনার (মিরপুর বিভাগ) মোস্তাক আহমেদ এ কথা বলেন।

মোস্তাক আহমেদ বলেন, যদি কোনো পুলিশ সদস্য মাদক ব্যবসায়ীর সঙ্গে আর্থিক বা অন্য কোনোভাবে সম্পৃক্ত থাকেন তবে তাকে আইনের আওতায় আনা হবে।

এ বিষয়ে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের কনসালটেন্ট (করোনা টিম) ডা. সালাউদ্দিন মোল্লা। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের  মিরপুর বিভাগের (দারুস সালাম জোন) সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মিজানুর রহমান।  

এছাড়াও মিরপুর বিভাগের বিভিন্ন পর্যয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, জুলাই ১৮, ২০২০
এজেডএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ