ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মিরপুরে গৃহকর্মী শিশুকে অমানবিক নির্যাতন, আটক ২

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, জুলাই ১৮, ২০২০
মিরপুরে গৃহকর্মী শিশুকে অমানবিক নির্যাতন, আটক ২ ১০ বছর বয়সী শিশু আসিয়া।

ঢাকা: মিরপুর রূপনগর এলাকায় ১০ বছর বয়সী এক গৃহকর্মীকে নির্যাতন করা হচ্ছে, এমন খবর পেয়ে পুলিশ ৯ নম্বর রোডের একটি বাড়ি থেকে এক শিশুকে উদ্ধার করেছে। ঘটনার পরপরই ওই বাসার গৃহকর্তা ও গৃহকর্ত্রীকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৯ জুলাই) দুপুরের দিকে এ বিষয়ে কথা হয় রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদের সঙ্গে।

তিনি বলেন, ‘নির্যাতিত শিশুটির নাম আসিয়া (১০)।

রূপনগর আবাসিক এলাকার ৯ নম্বর রোডের গৃহকর্তা সাজ্জাদুজ্জামান আজাদ ও গৃহকর্ত্রী শাহনাজের বাসায় গত এক বছর ধরে গৃহকর্মী হিসেবে কাজ করছে আসিয়া। শিশুটির বাড়ি নোয়াখালীর হাতিয়া উপজেলায়। ’

এ কর্মকর্তা বলেন, ‘আটক দম্পতি ওই শিশুটিকে অমানবিক নির্যাতন করেছে। তার সারা শরীরে নির্যাতনের চিহ্ন আছে। এছাড়া গরম পানি ঢেলে দেওয়ায় তার শরীরে ফোসকা পড়ে গেছে। আমরা প্রতিবেশীদের মাধ্যমে খবর পেয়ে সকাল ১১টায় শিশুটিকে উদ্ধার করি। পরে চিকিৎসার জন্য তাকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। শিশুটির কাছ থেকে জানতে পেরেছি, কোনো কাজে ভুল হলেই খুন্তি দিয়ে তাকে মারধর করা হতো। এছাড়া আজকে তার পায়ে গরম পানি ঢেলে দিয়েছে। এতে তার পায়ে ফোসকা পড়েছে। ’

তিনি আরও বলেন, ‘শিশুটির পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন ৪ ধারায় একটি মামলা করা হবে। মামলায় এ দম্পতিকে গ্রেফতার দেখিয়ে আগামীকাল আদালতে পাঠানো হবে। ’

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, জুলাই ১৮, ২০২০
এজেডএস/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।