ঢাকা, বুধবার, ২২ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৫ জুন ২০২৪, ২৭ জিলকদ ১৪৪৫

জাতীয়

বাড্ডায় ডাকাতির ঘটনায় গ্রেফতার ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, জুলাই ১৭, ২০২০
বাড্ডায় ডাকাতির ঘটনায় গ্রেফতার ৪

ঢাকা: রাজধানীর বাড্ডার আফতাব নগরের একটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে বাড্ডা থানা পুলিশ।

গ্রেফতার আসামীরা হলেন- মো. খন্দকার জিয়াউর রহমান রফিকুল আলম মশিউর মিশু (৩৯), মো. ফয়সাল (২৮), মো. আল আমিন (২৫) ও মো. রানা হোসেন (২৫)।

শুক্রবার (১৭ জুলাই) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটকের বিষয়টি জানান বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. পারভেজ ইসলাম।

তিনি বলেন, গত ১০ জুলাই রাতে আফতাব নগরের ২নং রোডের একটি বাসায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় দায়ের মামলার তদন্তের ধারাবাহিকতায় অভিযুক্ত চারজনকে গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত দুইটি ল্যাপটপ, দুইটি আইফোন, দুইটি মোবাইল ফোন, একটি রাউটার, এক জোড়া স্বর্ণের চুড়ি, এক জোড়া গোল্ড প্লেটের বালা, রুপা ও ইমিটেশন মিশ্রিত একটি গলার হার, এক জোড়া কানের দুল, অনেকগুলো ইমিটেশনের গহনা, নগদ চার হাজার টাকা, একটি দা ও দুইটি চাকুসহ অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়েছে।

গ্রেফতার চারজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলেও জানান ওসি পারভেজ ইসলাম।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, জুলাই ১৭, ২০২০
পিএম/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।