ঢাকা, রবিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

জাতীয়

তেজগাঁওয়ে অজ্ঞান-মলম পার্টি চক্রের ৬ সদস্য আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০০, জুলাই ১৭, ২০২০
তেজগাঁওয়ে অজ্ঞান-মলম পার্টি চক্রের ৬ সদস্য আটক

ঢাকা: সাধারণ মানুষের চোখে স্প্রে ছিটিয়ে সব লুটে নিতো তারা। জনসমাগম ও শপিংমলের আশপাশে অবস্থান নিয়ে এসব অপরাধে অজ্ঞান ও মলম পার্টি চক্রের ছয় সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)।

আটকরা হলেন- মো. রুবেল (২৬), উজ্বল ওরফে শুক্কুর (২৬), সাদ্দাম হোসাইন (২৮), জলিল মিয়া (৪০), রানা শেখ (৩২) ও বেলাল হোসাইন (২৭)।

শুক্রবার (১৭ জুলাই) বিকেলে র‍্যাব-২ এর উপ-অধিনায়ক মেজর এইচ এম পারভেজ আরেফিন বাংলানিউজকে বিষয়টি জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে রাজধানীর তেজগাঁও রেল ক্রসিং এলাকায় অভিযান চালিয়ে ছয়জনকে আটক করা হয়। এসময় বিভিন্ন স্প্রে, মলম ও পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়।

মেজর আরেফিন জানান, ঈদকে সামনে রেখে শপিংমলে কেনাকাটা এবং গণপরিবহনে মানুষের যাতায়াত বেড়েছে। এই সুযোগে বিভিন্ন মানুষকে টার্গেট করে সর্বত্র লুটে নিচ্ছিলো। প্রথমে টার্গেট ব্যক্তির পিছু নেয়। এরপর সুযোগ বুঝে চোখে-মুখে স্প্রে ছিটিয়ে দিত। এতে চোখ জ্বালাপোড়া শুরু হলে তারা সব ছিনিয়ে নিয়ে যেত। সন্ধ্যার দিকে তাদের দৌরাত্ম্য বেশি ছিল। আমাদের এ ধরনের অপারেশন চলমান থাকবে।
 
বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, জুলাই ১৭, ২০২০
এমএমআই/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ