ঢাকা, সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সুন্দরবন থেকে বিষযুক্ত চিংড়ি-কীটনাশকসহ জেলে আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৭ ঘণ্টা, জুলাই ১৬, ২০২০
সুন্দরবন থেকে বিষযুক্ত চিংড়ি-কীটনাশকসহ জেলে আটক

বাগেরহাট: সুন্দরবন থেকে বিষযুক্ত চিংড়ি ও কীটনাশকসহ ইমরান (২০) নামে এক অসাধু জেলেকে আটক করেছে বনবিভাগ। 

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে সুন্দরবনের বৈদ্যমারি খাল থেকে ইমরানকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে চার কেজি বিষযুক্ত চিংড়ি ও দুই বোতল কীটনাশক জব্দ করা হয়।

ইমরান মোংলা উপজেলার চিলা ইউনিয়নের ফেলুকুণ্ড গ্রামের ইছহাক আলীর ছেলে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মাদ বেলায়েত হোসেন বাংলানিউজকে জানান, সুন্দরবনের অভ্যন্তরে মাছ ধরা ও পাস পার্মিট বন্ধ থাকায় ছয় জেলে হেঁটে অবৈধভাবে বনের মধ্যে প্রবেশ করেন। পরে তারা খালের পানিতে বিষ দিয়ে চিংড়ি আহরণ করে ফেরার সময় বনরক্ষীরা তাদের ধাওয়া করলে পাঁচজন পালিয়ে যান। এসময় মাছ ও কীটনাশকসহ ইমরানকে আটক করে বনরক্ষীরা। আটক ইমরানকে শুক্রবার (১৭ জুলাই) মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দ করা হবে।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, জুলাই ১৬, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।