ঢাকা, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কুড়িগ্রামে সরকারি সেবার তথ্য জানতে ৩৩৩ সার্ভিস

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, জুলাই ১৬, ২০২০
কুড়িগ্রামে সরকারি সেবার তথ্য জানতে ৩৩৩ সার্ভিস

কুড়িগ্রাম: সামাজিক সমস্যাসহ সরকারি সেবার তথ্য জানতে ও জেলা প্রশাসককে জানাতে ৩৩৩ সার্ভিসের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার কাজ শুরু করেছে কুড়িগ্রাম জেলা প্রশাসন। 

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৩৩৩ সার্ভিসের প্রচারণার অংশ হিসেবে প্রেস ব্রিফিং করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম।  

পরে ফিতা কেটে ৩৩৩ নম্বরের সুবিধা জনসাধারণকে জানাতে বিলবোর্ড শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় লাগানোর উদ্দেশে জেলা প্রশাসন কার্যালয়ের সামনে উদ্বোধন করা হয়।

সাধারণ মানুষের জন্য যথাযথ প্রয়োগ ও সেবাদান করতে এ প্রেস ব্রিফিং ও বিলবোর্ড লাগানোর কর্মসূচি নেওয়া হয়েছে।  

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জিলুফা সুলতানা, সদর ইউএনও ময়নুল হক, কুড়িগ্রাম প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু প্রমুখ উপস্থিত ছিলেন।  

ব্রিফিংকালে জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম বলেন, সাধারণ মানুষ যাতে দ্রুত তাদের সমস্যা জানাতে পারে এবং প্রয়োজনীয় তথ্য পেতে পারে সেজন্যই ৩৩৩ সার্ভিস চালু করা হয়েছে। সব সাংবাদিকদের জনমানুষকে সচেতনতায় এ ব্যাপারে সহযোগিতার আহ্বান জানান তিনি।  

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, জুলাই ১৬, ২০২০
এফইএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।