ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নারায়ণগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদে জেলা পরিষদের অভিযান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, জুলাই ১৫, ২০২০
নারায়ণগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদে জেলা পরিষদের অভিযান

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের মাসদাইর কবরস্থানের বিপরীতে সড়কের পাশে জেলা পরিষদের জায়গা দখল করে অবৈধ স্থাপনা করায় সেটি উচ্ছেদ করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) দুপুরে এ উচ্ছেদ অভিযান চালায় জেলা পরিষদ। এসময় জেলা পরিষদের সদস্য মোস্তফা, সহকারী প্রকৌশলী ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা পরিষদের সদস্য মোস্তফা জানান, অনেকদিন ধরেই এভাবে অবৈধ স্থাপনা করে দখলে রেখে একদল দখলদার ড্রেনও বন্ধ করে দেয়। আমরা অনেকবার তাদের চিঠি দিয়েছে, মাইকিং করে সতর্ক করেছি। সর্বশেষ আজ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হলো। এখানে যাত্রী ছাউনি ও পাবলিক টয়লেট বানানো হবে।

জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন জানান, চাষাঢ়া থেকে পঞ্চবটী পর্যন্ত যত অবৈধ স্থাপনা আছে সবগুলো উচ্ছেদ করা হবে। অবৈধ দখলদারদের কোনো ছাড় নেই। তাদের বার বার নোটিশ দিয়ে এবং মৌখিকভাবেও অবৈধ দখল ছেড়ে দিতে বলা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, জুলাই ১৫, ২০২০
এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ