ঢাকা, সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

খুলনায় ভুয়া চিকিৎসকের জরিমানা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, জুলাই ১৪, ২০২০
খুলনায় ভুয়া চিকিৎসকের জরিমানা

খুলনা: খুলনার ডুমুরিয়া উপজেলায় অভিযান চালিয়ে জয়ন্ত দাশ নামে এক ভুয়া চিকিৎসককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা জেলা কার্যালয়ের এক অভিযানে তাকে এ জরিমানা করা হয়।

খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম জানান, দুপুরে তার নেতৃত্বে ডুমুরিয়া ও কাঁঠালতলা বাজারে অভিযান চালানো হয়।

এসময় মূল্য তালিকা না থাকায় রহিত মিষ্টান্ন ভাণ্ডারকে ৫০০ টাকা, তৃষ্ণা মিষ্টান্নকে দুই হাজার টাকা ও সৌরভ হোটেলকে এক হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মিথ্যা বিজ্ঞাপন দিয়ে প্রতারণা (ডাক্তার না হয়ে ডাক্তার উল্লেখ করা) করায় জননী মেডিক্যালের মালিক জয়ন্ত দাশকে ১০ হাজার টাকা ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখায় মিলন ফার্মেসিকে এক হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।  

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, জুলাই ১৪, ২০২০
এমআরএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ