ঢাকা, শনিবার, ৪ আশ্বিন ১৪৩২, ২০ সেপ্টেম্বর ২০২৫, ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সাহারা খাতুনের মৃত্যুতে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের শোক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৮, জুলাই ১৩, ২০২০
সাহারা খাতুনের মৃত্যুতে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের শোক

ঢাকা: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুনের মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়ক মিয়া সেপ্পো।

সোমবার (১৩ জুলাই) এক শোকবার্তায় মিয়া সেপ্পো বলেন, বাংলাদেশে গণতন্ত্র পুরুদ্ধার ও উন্নয়নে অবদানের জন্য সাহারা খাতুন স্মরণীয় হয়ে থাকবেন।

বাংলাদেশে জাতিসংঘ পরিবারের পক্ষ থেকে গভীর শোক ও মরহুমের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান তিনি।

সাহারা খাতুনের বিদেহী আত্মার শান্তি কামনা করেন মিয়া সেপ্পো।

গত বৃহস্পতিবার (৯ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন সাহারা খাতুন। তার বয়স হয়েছিল ৭৮ বছর।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, জুলাই ১৩, ২০২০
এমইউএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।