ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

জাতীয়

না’গঞ্জে হকারদের সড়ক অবরোধ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৫, জুলাই ১৩, ২০২০
না’গঞ্জে হকারদের সড়ক অবরোধ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কসহ বিভিন্ন সড়কের ফুটপাতে বসার দাবিতে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে হকাররা। 

সোমবার (১৩ জুলাই) বিকেল ৪টা থেকে শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়ায় এ অবরোধে বন্ধ ছিল সব যান চলাচল। পরে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামানের নেতৃত্বে পুলিশ গিয়ে হকারদের সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল শুরু হয়।

হকার নেতা রহিম মুন্সী ও আসাদুজ্জামান জানান, তারা প্রতিদিন আন্দোলন করবেন যতদিন পর্যন্ত তাদের দাবি পূরণ না হয়। ঈদ পর্যন্ত রুটি রোজগারের স্বার্থেই তারা নিয়ম মেনে ফুটপাতে দোকান বসাতে চান।

তবে সদর থানার ওসি আসাদুজ্জামান বলেন, ফুটপাত মানুষের হাঁটার জায়গা। এখানে বসা বেআইনি। এখানে তাদের বসতে দেওয়ার অনুমতি নেই।

বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, জুলাই ১৩, ২০২০
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।