ঢাকা, রবিবার, ২২ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাতক্ষীরায় করোনা উপসর্গ নিয়ে কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, জুলাই ১৩, ২০২০
সাতক্ষীরায় করোনা উপসর্গ নিয়ে কৃষকের মৃত্যু

সাতক্ষীরা: করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আকতার হোসেন (৫২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

সোমবার (১৩ জুলাই) দুপুরে সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. জয়ন্ত কুমার সরকার বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

আকতার জেলা সদর উপজেলার ঘোনা গ্রামের বাসিন্দা।

তিনি পেশায় একজন কৃষক ছিলেন।

সাতক্ষীরা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে রোববার (১২ জুলাই) দুপুরে হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন আকতার। সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. জয়ন্ত কুমার সরকার জানান, করোনা উপসর্গ মারা যাওয়ায় স্বাস্থ্যবিধি মেনে ওই ব্যক্তির মরদেহ দাফনের জন্য বলা হয়েছে। এরই মধ্যে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তার বাড়ি লকডাউনও করা হয়েছে।

সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে এ পর্যন্ত ৩৬ জনের মৃত্যু হলো। এর মধ্যে ছয়জনের নমুনার ফলাফল পজিটিভ।  

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, জুলাই ১৩, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।