ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সৈয়দপুরে এক রাতে ৬ দোকানে কোটি টাকার মালামাল চুরি!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, জুলাই ১৩, ২০২০
সৈয়দপুরে এক রাতে ৬ দোকানে কোটি টাকার মালামাল চুরি!

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুর প্রধান বঙ্গবন্ধু সড়কে এক রাতে ছয়টি দোকানে চুরির ঘটনা ঘটেছে। এতে প্রায় কোটি টাকার মালামাল ও নগদ অর্থ খোয়া গেছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি। 

সোমবার (১৩ জুলাই) দুপুরে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

ক্ষতিগ্রস্ত দোকানিরা জানান, রোববার (১২ জুলাই) রাতে বিক্রি শেষে দোকানেই টাকা রেখে বাড়িতে চলে যান তারা।

সকালে দোকান খুলতে এসে শহরের বঙ্গবন্ধু সড়কের কয়েকটি দোকানের দেওয়াল ভাঙা, ভেন্টিলেটারের গ্রিল, টিনের চালা কাটা এবং ক্যাশবাক্স এলোমেলো অবস্থায় পাওয়া যায়। ছয়টি দোকান মিলে প্রায় কোটি টাকার মালামাল ও নগদ অর্থ চুরি গেছে বলে ধারণা করা হচ্ছে।  

চুরি যাওয়া দোকানগুলো হচ্ছে- হাবিবা ফার্মেসি, সেবা ফার্মেসি, লাইট হাউস, জাবেদ ইলেকট্রনিক্স ও রাজু ইলেকট্রনিক্স। ব্যস্ততম ওই সড়কে চুরির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন দোকানিরা। কয়েকদিন আগেও বিমানবন্দর মার্কেটের সাতটি দোকানে চুরির ঘটনা ঘটেছে।

ওসি আবুল হাসনাত খান জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। খুব শিগগিরই চোর চক্রকে আটক করা হবে।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, জুলাই ১৩, ২০২০
কেএআর/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।