ঢাকা, সোমবার, ২৩ বৈশাখ ১৪৩১, ০৬ মে ২০২৪, ২৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দিরাইয়ে করোনা আক্রান্ত হয়ে বৃদ্ধার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, জুলাই ১৩, ২০২০
দিরাইয়ে করোনা আক্রান্ত হয়ে বৃদ্ধার মৃত্যু

সুনামগঞ্জ: করোনা আক্রান্ত হয়ে সুনামগঞ্জের দিরাই উপজেলার করিমপুর গ্রামে কামরুন্নেসা (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। উপজেলাটিতে এই প্রথম করোনা আক্রান্ত হয়ে কেউ মারা গেলেন।

সোমবার (১৩ জুলাই) ভোরে নিজ বাড়িতে আইসোলেশনে থাকা অবস্থায় তিনি মারা যান। কামরুন্নেসা ওয়াছির মিয়ার স্ত্রী।

 

করিমপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম বাংলানিউজকে জানান, গত ৮ জুলাই জ্বর, সর্দি-কাশি নিয়ে করোনা টেস্টের জন্য দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন বৃদ্ধা কামরুন্নেসা। পরদিন ৯ জুলাই ফলাফলে তার করোনা পজিটিভ শনাক্ত হয়। এরপর থেকে চিকিৎসকের পরামর্শে তিনি নিজ বাড়িতে আইসোলেসনে ছিলেন। সোমবার ভোরের দিকে তিনি মৃত্যুবরণ করেন।  

দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  মো: সফি উল্লাহ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।  
বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, জুলাই ১৩, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।