ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কক্সবাজারে আগ্নেয়াস্ত্রসহ ডাকাত গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৭ ঘণ্টা, জুলাই ১৩, ২০২০
কক্সবাজারে আগ্নেয়াস্ত্রসহ ডাকাত গ্রেফতার

কক্সবাজার: কক্সবাজারের মহেশখালী উপজেলার ডাকাত ও সন্ত্রাসী মোহাম্মদ আবছার ওরফে কালাবদাকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে দু’টি দেশীয় তৈরি বন্দুক, ইয়াবা ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

রোববার (১২ জুলাই) দিনগত রাতে উপজেলার হোয়ানক কালাগাজীর পাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। কালাবদা মহেশখালী উপজেলার কালাবদা হোয়ানকের ৩ নম্বর ওয়ার্ডের হামিদুর রহমান পাড়া এলাকার আনোয়ার হোসেন ওরফে পেট্টুইয়্যার ছেলে।

 

পুলিশ জানায়, কালাবদার বিরুদ্ধে ডাকাতি ও হত্যাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিদারুল ফেরদৌস বাংলানিউজকে জানান, দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন কালাবদা। যে কারণে তাকে গ্রেফতার করা যায়নি।

তিনি জানান, হোয়ানক ইউনিয়নের কালাগাজীর পাড়ার দুর্গম পাহাড়ে আস্তানা গড়ে কালাবদাসহ সন্ত্রাসীরা নানা অপকর্ম সংঘঠিত করে আসছিলেন। তার বিরুদ্ধে ডাকাতি, হত্যাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। অবশেষে তাকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৫৬ ঘণ্টা, জুলাই ১৩, ২০২০
এসবি/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।