ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

জাতীয়

খুলনায় নতুন করোনা রোগী শনাক্ত ৭৩, মোট ৩১০৮

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:০৯, জুলাই ১৩, ২০২০
খুলনায় নতুন করোনা রোগী শনাক্ত ৭৩, মোট ৩১০৮ প্রতীকী

খুলনা: খুলনা মহানগর ও জেলায় নতুন করে ৭৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে খুলনায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৩ হাজার ১০৮ জনে দাঁড়িয়েছে।

রোববার (১২ জুলাই) রাতে খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান, খুলনা মেডিকেল কলেজের পিসিআর মেশিনে রোববার মোট নমুনা পরীক্ষা হয়েছে ২৮২টি। যেখানে মোট পজেটিভ এসেছে ৮৭টি।

এর মধ্যে খুলনার নমুনা ছিল মোট ২৪৫টি। খুলনায় করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন ৭৩ জন।

এছাড়াও যশোরে ১ জন, বাগেরহাটে ৫ জন, সাতক্ষীরায় ৬ জন, গোপালগঞ্জে ১ জন, ও পিরোজপুরে ১ জন নতুন করে আক্রান্ত হয়েছেন।

খুলনা সিভিল সার্জন সূত্রে জানা যায়, খুলনায় করোনাভাইরাসে শনিবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছিলো ৩ হাজার ৩৫ জন। রোববার ৭৩ জন নতুন আক্রান্ত নিয়ে এ সংখা দঁড়ালো ৩ হাজার ১০৮ জনে।  শনিবার পর্যন্ত মারা গেছেন ৪৪ জন। রোববার আরও তিনজন মারা যাওয়ায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৪৭ জনে।

বাংলাদেশ সময়: ০১০৫ ঘণ্টা, জুলাই ১৩, ২০২০
এমআরএম/এমইউএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।