ঢাকা, মঙ্গলবার, ২৪ বৈশাখ ১৪৩১, ০৭ মে ২০২৪, ২৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

করোনা উপসর্গে ট্রাফিক কনস্টেবলের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, জুলাই ১২, ২০২০
করোনা উপসর্গে ট্রাফিক কনস্টেবলের মৃত্যু

রাজশাহী: রাজশাহীতে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে হোম কোয়ারেন্টিনে থাকা অবস্থায় এক ট্রাফিক পুলিশ কনস্টেবল মোজাফফর হোসেনের (৫৫) মৃত্যু হয়েছে। 

রোববার (১২ জুলাই) সকাল তার মৃত্যু হয়।

রাজশাহীর অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. গোলাম রুহুল কুদ্দুস বাংলানিউজকে বলেন, গত ৭ জুলাই মোজাফফরের জ্বর আসে।

পরে তিনি বিভাগীয় পুলিশ হাসপাতালে চিকিৎসা নিয়ে মহানগরীর অভয়ার মোড়ে তার মেয়ের বাসায় চলে যান। সেখানে হোম কোয়ারেন্টিনে ছিলেন। সকাল সাড়ে ৮টার দিকে সেখানেই তার মৃত্যু হয়।

মোজাফফর রাজশাহী মহানগর পুলিশের ট্রাফিক বিভাগে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি নওগাঁর মান্দা উপজেলার ফকিরপাড়া গ্রামে। তার পরিবার গ্রামের বাড়িতে থাকেন। আর চাকরি সুবাদে তিনি রাজশাহী পুলিশ লাইন্স ব্যারাকে থাকতেন। কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা দুপুরে স্বাস্থ্যবিধি মেনে তার মরদেহ গ্রামে নিয়ে দাফন করেছেন বলেও জানান অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম রুহুল।

বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, জুলাই ১২, ২০২০
এসএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।